রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

নারী -হুমায়ুন আজাদ (বই রিভিউ) Nari-Humayun Azad 👩‍🦰 ।। নারী-ড. হুমায়ূন আজাদ । বই রিভিউ-২০২১ ।। 4.5year Banned Book In Bangladesh 🔥

 হুমায়ুন আজাদের কিছু বই, আপনাকে হয়ত তার প্রতি ঘৃনা, বিরক্তি জাগাতে বাধ্য করতে পারে কিন্তু হুমায়ুন আজাদকে যদি বাস্তবেই চিনতে চান, তাকে কেন্দ্র করে আপনার ধ্যান-ধারণার যদি পরিবর্তন ঘটাতেই চান, তবে 'নারী' গ্রন্থটি এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে৷ হ্যা ধর্মকে কেন্দ্র করে তার কিছু কথাবার্তা


আপনার ধার্মিক মস্তিষ্কে আঘাত হানতে পারে, আপনার 'ধর্মানুভূতি' ধাউ ধাউ করে জ্বলে উঠতে পারে কিন্তু কোথাও আপনি অক্ষমতা অনুভব করবেন, আপনার মস্তিষ্কের কোনো এক অংশ আপনাকে জানাবে, আপনি অসহায়, ক্ষোভ ব্যতীত কোনো যৌক্তিক অস্ত্র আপনার কাছে নেই। জানতে পারবেন, এই ক্ষোভের উৎস, বুঝতে পারবেন যে, আপনি একজন পুরুষতান্ত্রিক! আপনার 'ধর্ম' সেই

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

Je Jole Agun Jole-Helal Hafiz ।। যে জলে আগুন জ্বলে -হেলাল হাফিজ ।। সর্বাধিক বিক্রিত কবিতার বই রিভিউ

  

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

কিংবা,

নিউট্রন বোমা বোঝ

মানুষ বোঝ না !

এই লাইনগুলো আমরা আমাদের জীবনে বহুবার শুনেছি বা পড়েছি। অনেকেই হয়তো জানেন এই লাইনগুলো

তবুও বৃষ্টি নামুক by রুদ্র গোস্বামী ।। কলকাতার লেখকের কাব্যগ্রন্থ ।। Rudro Goswami Book Review

 বৃষ্টি মানেই রুক্ষ মাটিতে সবুজের প্লাবনের সূচনা। আবার বৃষ্টি মানেই একলা বিষাদে নীল হয়ে যাওয়া। তাই বৃষ্টির একেকটি ফোঁটার একপিঠে একাকীত্বের যন্ত্রণা;



অন্যপিঠে বুভুক্ষু মাটির আর্তনাদ। কবি রুদ্র গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থতবুও বৃষ্টি নামুক” সেই দ্বিমুখী অনুভবের এক নান্দনিক প্রতিফলন। বিষাদে দীর্ণ হতে হতে তিনি যখন উচ্চারণ করেন – “মেয়েটা পাখি হতে চাইল/ আমি বুকের বাঁদিকে

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

রিচার্জ ইউর ডাউন ব্যাটারি!-ঝংকার মাহবুব

 

আপনার কি কোনো কাজে মন বসে না? জীবনের ব্যাটারি কি ডাউন হয়ে গেছে? তাহলে দেরি কেনো !রিচার্জ ইউর ডাউন ব্যাটারি!
সত্যি বলতে চারদিকে হাজারো বই পাওয়া যায় মোটিভেট হওয়ার জন্য। মোটিভেট হয়ে সব সময় মোটিভেট থাকতে পারাটাই সাফল্য। বইটাতে এ ধরনের কথাই বলা আছে।

এখন বলেন না, যে ভাই ২০২১সালে এসে কেনো এই বইয়ের রিভিউ দিচ্ছেন। তো সেটা যদি বলতে হয় তাহলে আমি বলবো আমি এই বইটা ২০১৮সালে কিনেছি।জ্বি হ্যাঁ আপনি একেবারেই সঠিক শুনেছেন। অনেকদিন পর এখন আবার বইটা পড়লাম, তো আগে যেহেতু ভিডিও করার চিন্তা মাথায় ছিলোনা সেজন্য তখন ভিডিও বানাইনি।ভেরি সিম্পল, এখন আপনাদের বইটি সম্পর্কে জানানোর আগ্রহ জাগলো তাই জানাতে চলে এলাম ।

প্রথমেই এই বইয়ের কিছু ভালো লাগার অংশ বলিঃ

আমি এই বইটিকে অন্যরকম বলব কেননা বইটি গল্পের মতো করে কথোপকোথন আকারে লেখা হয়েছে। একজন বড় ভাই তাঁর ছোট ভাইকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন, সেটা শুনে তার কী প্রবলেম হচ্ছে আবার


সেটা কিভাবে সল্ভ করা যায় - এরকম ভাবে বইটি এগিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের কোনোকারণে ব্যাটারি ডাউন বা লো হয়ে গেছে তাদের জন্য আাবির নামের চরিত্রটি উত্তম মডেল হতে

বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

সাঁতারু ও জলকন্যা- শীর্ষেন্দু মুখোপাধ্যায় (বই রিভিউ)

  শীর্ষেন্দু মুখোপাধ্যায় , তার বিশেষ লেখনি শক্তি দ্বারা আমাদের বাঙালিদের মানসপটে বিশেষ জায়গা দখল করে রয়েছেন। দূরবীণ, পার্থিব, মানবজমিন ইত্যাদি জনপ্রিয় উপন্যাসের তিনিই অন্যতম স্রষ্টা। বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী একজন লেখক।

আজকে তারই ধারাবাহিকতায় আমার হাতে রয়েছে তার “সাঁতারু ও জলকন্যা” নামের অনন্য উপন্যাসটি। তো আগেই বলে নেই, বইটি মূলত বলতে গেলে বড়দের একটি প্রেমের উপন্যাস।যেখানে দেখানো হয় একজন বালিকা কিভাবে তার কিশোরী বয়সে পরিণত হয় এবং তার মধ্যে কিভাবে প্রেম জাগ্রত হয় এসবকিছু। বইটি পড়ে পড়ে আপনি এতটাই মুগ্ধ হবেন যে তা আর বলার অপেক্ষা রাখেনা। বইয়ের সাইজ দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন যে বইটি পড়তে ঠিক আমার কতক্ষণ লাগতে পারে।আপনি যদি উপন্যাস প্রেমী হয়ে থাকেন তবে এই বইটি পড়তে আপনার সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় লাগবে। আমি তো এক বসাইতেই এটা শেষ করে তারপর উঠেছি।

তো যাইহোক এখন যদি কাহিনী সংক্ষেপ এ আসি তাহলে আমি বলবো,

বইটিতে উপন্যাসের যে বৈশিষ্ট্য আছে তার সবকিছুই আছে।এখানেও অনেকগুলো চরিত্র রয়েছে।যাদের মধ্যে হলো যিনি গল্পের নায়ক অর্থাৎ,অলক। তার দুই বোন মধুরা এবং প্রিয়াঙ্গি। যারা কিনা দুইজনেই যথেষ্ট মেধাবী এবং খুবই ভালো গুণে কিংবা প্রতিভার অধিকারিনী।রয়েছে অলকের পিতা সত্যকাম এবং মাতা মনীষা। এই গল্পে সত্যকাম এবং মনীষা দুইজনেই কালচারাল লাইনের লোক।কেউ নাটকের সাথে যুক্ত আবার কেউ নৃত্যনাট্যের সাথে যুক্ত। আরো চরিত্রের মধ্যে

শনিবার, ২ জানুয়ারী, ২০২১

Life's Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life (বাংলা রিভিউ)

 

Life's Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life

অর্থাৎ ,  জীবনের বিস্ময়কর রহস্য: জীবনের উদ্দেশ্য এবং ভারসাম্য কিভাবে খুঁজে পাওয়া যাবে তা নিয়েই এই বইয়ের আয়োজন।

নিশ্চয়ই এই বইয়ের নাম শুনেই আমরা বুঝে গেছি যে কি নিয়ে এই বইটি লেখা,তাই না?

প্রথমে আমি লেখকের কথা বলতে চাই। গৌড় গোপাল দাস, যিনি জন্মগ্রহণ করেন ভারতের মহারাষ্ট্রে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। হিউলেট প্যাকার্ডের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে, তিনি তার জীবনকে লাইফকোচ হিসাবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলস্বরূপ 1996 সালে তিনি ইসকনে যোগ দিয়েছিলেন। আধ্যাত্মিকতা এবং অনুপ্রেরণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে 2016 রোটারি ইন্টারন্যাশনালের সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল।এছাড়াও তিনি অনেক পুরুষ্কার অর্জন করেছেন।

সহজে বলতে গেলে তিনি একজন সন্ন্যাসী এবং লাইফ কোচ,যিনি আধ্যাত্নিক বিষয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবলিশ করেন যা কিনি প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে।

তার লেখা এই বইটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। যেখানে তিনি তার ভিডিও কিংবা স্পীসের মতোই চারটি নীতি নিয়ে আলোচনা করেছেন যা সুখী জীবনের ভিত্তি তৈরি করে। এগুলো হলো: ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কর্মজীবন এবং সামাজিক অবদান। এই চারটি বিষয়কে কিভাবে আমরা আমাদের জীবনে ব্যালেন্স করে মূল্যবোধ এবং সুখ খুঁজে পেতে পারি মূলত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমাদের লাইফ হলো একটা জার্ণি, সেই যাত্রা কিংবা ভ্রমণের পথ যতই খারাপ হউক না কেনো অবশ্যই সেই পথ আমাদের পাড়ি দিতে হবে এবং তা খুব বিচক্ষণতার সহিত। রিলেশনশীপ নিয়ে লেখক একটি কথা বলেছেন যে, Anyone can find the dirt in someone. Be the one that finds the gold. অর্থাৎ, কোন মানুষ একজন মানুষের মধ্যে ময়লা খুঁজে পেতে পারে, আপনি সেই মানুষটি হউন যে কিনা সেখানে স্বর্ণ কিংবা মূল্যবান কিছু খুঁজে বের করবেন। তিনি আরো বলেছেন, কোন মানুষের

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Think Like A Monk By Jay Shetty- বাংলা রিভিউ

ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ৩৫নাম্বার শ্লোক ,যার বাংলা অর্থ হলো---

স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক।

আমি গীতার ব্যখ্যায় যাচ্ছিনা, তবে আমি আমাদের জীবনের সাথে কথা রেখে একটা বলতে চাই, "নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো"

কোন বই হাতে নিলে আমাদের প্রথমত মনে প্রশ্ন আসে,এই বইটি আসলে কাদের জন্য?

তো এই বইয়ের বিষয়ে বললে আমি বলবো, বইটি এমন একটি ভাষায় রচিত যা প্রাথমিক স্তরের পাঠক সহজেই বুঝতে পারবেন। তবে বইটিতে অনেক বিশদ এবং গভীরভাবে  সকল টপিক রয়েছে যা কিনা নতুন পাঠকদের পড়ার ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ হবে, যেমন টা আমি নিজে ফেস করেছি আর কি।

তো এখন আমি লেখক জয় শেঠি সম্পর্কে কিছু বলতে চাই, উনি মূলত ব্রিটিশ বা লন্ডন বা যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি একজন লেখক,ব্লগার, মোটিভেশনাল স্পীকার।যিনি ইউটিউবে প্রতি সপ্তাহেই আত্নোউন্নয়নমূলক ভিডিও আপলোড করেন। তার ইউটিউবের বেশিরভাগ ভিডিওই হচ্ছে কিভাবে মানসিক স্বাস্থ্য, সম্পর্ক , জীবনের উদ্দ্যেশ্য এসব নিয়ে। ও হ্যাঁ তিনি একজন সন্ন্যাসীও তিনি ৩বছর সন্ন্যাসী হিসেবেও জীবন কাটান। 

যাইহোক,এবার মেইন টপিকে আসি। আমার এই বইটির নাম হচ্ছে Think Like a Monk: Train Your Mind for Peace and Purpose Every Day অর্থাৎ, একজন সন্ন্যাসীর মতো চিন্তা করুন: আপনার মনকে শান্তির জন্য এবং ভালো উদ্দেশ্যে প্রতিদিন প্রশিক্ষণ দিন।

এটি এমন একটি বই যা আপনার মনকে বর্তমানের চেয়েও আরো শান্তিপূর্ণ,ইতিবাচক এবং উদ্দ্যেশ্যমূলক জীবনযাপন করতে সাহায্য করবে। মানে আবার কেউ এটা ভাববেন না যে, এই কথাগুলোর মাধ্যমে আমি এটা বুঝাচ্ছি যে এই বইটা পড়লে আপনি রাতারাতি কোন মিরাকেলের মুখোমুখি হবেন।

বইটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেগুলো হচ্ছে- Let go, Grow and Give.

শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

Hachi: A Dog's Tale (Bangla Review)

                                                    MOVIE: Hachi: A Dog's Tale
Main Actor: Richard Gere
গল্পঃ বেড্রীজে প্রফেসর পার্কার কাজ শেষ করে বাসায় ফেরার সময় ট্রেন স্টেশন এর রাস্তায় একটি কুকুর দেখতে পান।তার নাম তিনি দিয়েছিলেন হ্যাচি। পরে তিনি হ্যাচিকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবেন এই ভেবে বাসায় নিয়ে আসেন।কিন্তু কেউ হ্যাচিকে নিজেদের বলে দাবি করলোনা তখন তারা সিদ্ধান্ত নিলেন যে হ্যাচিকে নিজেদের সাথে রাখবেন।এভাবে প্রফেসর পার্কার এবং হ্যাচি দু’জন ভালো বন্ধুভাবাপন্ন হয়ে গেল।প্রফেসর তার গন্তব্যস্থলে যাওয়ার সময় হ্যাচি নিজেই তার সাথে যেত আর ফিরে আসার সময়ও হ্যাচি আবার স্টেশনে তারজন্য অপেক্ষা করত।একদিন প্রফেসর পার্কার হঠাত করেই মারা যান তবুও হ্যাচি তারজন্য স্টেশনে অপেক্ষা করতেন,যেখানে যেখানে তাকে সবসময় নিয়ে যাওয়া হত সবগুলো জায়গা খুঁজে দেখত কিন্তু মণিব আর ফিরতো না।পার্কারের স্ত্রী দশ বছর পর সেই রেল স্টেশনে এসে এটা দেখে অবাক হয়ে যান যে ,হ্যাচি তার মনিবের জন্য আজো অপেক্ষা করছে।
Poster Credit: IMDB

দৃষ্টিকোনঃ
বিশ্বাস,ভালোবাসা এমন একটা জিনিষ যেটা অনন্ত। 

যারা বিশ্বাসের মুল্য সম্পর্কে জানতে চান তারা মুভি টি দেখে কিছু বুঝতে পারবেন।
** মূলত হ্যাচি ছিলো জাপানে জন্মগ্রহণ করা একটি কুকুর।তার প্রভু ডক্টর ইউএনো ছিলো জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।প্রফেসর এর মৃতু্যুর পর নয় বছর ধরে হ্যাচি প্রতিদিন শিবুয়া ট্রেন স্টেশনে তার প্রভুর জন্য অপেক্ষা করতো।

Movie: A Beautiful Mind ( Bangla Review)

                                             Movie: A Beautiful Mind 
                                পরিচালকঃ রন হাওয়ার্ড 
                             প্রধান চরিত্রঃ রাসেল ক্রো (জন ন্যাশ) 
                                                 জেনিফার কনেলি (অ্যালিসিয়া ন্যাশ)
                                                 ক্রিস্টোফার প্লামার (ড. রজেন) 
                                                 পল বেত্তানি (চার্লস) 

(মুভিটি আমেরিকান গণিতবিদ জন ন্যাশ,অর্থনীতিতে নোবেল বিজয়ী এবং অ্যাবেল পুরস্কার বিজয়ী এর জীবন অবলম্বনে নির্মিত )

ঘটনাটি শুরু হয় প্রিস্টন বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাসের মাধ্যমে যেখানে ন্যাশ ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী। ন্যাশ ছিলেন প্যারানয়েড সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ন্যাশের রুমমেট চার্লস ছিলেন সাহিত্যের ছাত্র। একবার এক পার্টিতে ন্যাশ চার্লসকে বলেছেন যে, তিনি লোকদের চেয়ে সংখ্যায় ভালো। কিন্তু সেটা তিনি এক স্বর্ণকেশী রমণীর সামনে প্রমান করতে ব্যার্থ হন এবং তার অন্যান্য বন্ধুদের সাথেও তার তখন খারাপ একটা সম্পর্ক হয়ে যায়।
ন্যাশ তার থিসিসের জন্য সবসময় সত্যিকারের আসল ঘটনা খোঁজার চেষ্টা করতেন এবং সেটা করার জন্য নিজেকে সবসময় কাজের মাধ্যমে চাপে রাখতেন। একদিন তিনি বারে এক মহিলার সাথে কঠোরভাবে প্রত্যাখ্যান প্রাপ্ত হন কারণ তিনি সরাসরিই তাকে সঙ্গমের অফার করে ফেলেছিলেন। এবং এই প্রত্যাখ্যান পরবর্তীতে তাকে গাণিতিক অর্থনীতিতে একটি তত্ব পরিচালনার গতিবিদ্যার ধারণায় তার কাজকে অন্যদের কাছে অনুপ্রাণিত করে। 
Poster Credit: IMDB !

প্রিস্টনে ন্যাশের পড়াশোনা শেষ হওয়ার পর তিনি এবং তার বন্ধু সল ও বেন্ডার সহ এমআইটিতে তারা একটি মর্যাদাপূর্ণ পজিশনে যোগদান করেন। ৫বছর এমআইটিতে ক্যালকুলাস পড়ানোর সময় তার সাথে তার একজন শিক্ষার্থী অ্যালিসিয়া ন্যাশের সাথে তার পরিচয় হয় এবং যাকে তিনি বিয়ে করেন। 

প্রিস্টনের প্রত্যাবর্তন সফরে ন্যাশ তার রুমমেট চার্লস এবং তার ভাগ্নীর সাথে দেখা করেন।ন্যাশকে পেন্টাগনে মার্কিন গোপনীয় প্রতিরক্ষা বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছিলো যেখানে তিনি অন্যান্য কোডব্রেকার চেয়েও ভালো করে একটি কোড ব্যাখ্যা করতে সক্ষম হন।সেখানে উপর থেকে পার্চার এটি গোপনে দেখছিলেন এবং তিনি ন্যাশকে একটি অ্যাসাইনমেন্ট দিলেন।যেখানে ন্যাশের দায়িত্ব ছিলো সোভিয়েতের প্লটটি ব্যর্থ করার জন্য প্রতিবেদন লেখা এবং মেইল বক্সে জমা দেওয়া। বলা বাহুল্য যে, রাশিয়ানদের ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে ন্যাশ তখন থেকে আস্তে আস্তে খারাপ আচরণ শুরু করে। তখন তার এই আচরণ পর্যবেক্ষণ করে তার স্ত্রী অ্যালিসিয়া পার্চারের ন্যাশকে দেওয়া কাজ অর্থাৎ মেইল বক্স চেক করেন যেগুলো ছিলো টপ সিক্রেট। 
পরবর্তীতে বোঝা যায় যে ন্যাশকে দেওয়া চার্লসের কাজগুলো ছিলো সম্পূর্ণ বিভ্রান্তি। যেখানে তার বন্ধু চার্লস এবং চার্লসের ভাগ্নি তার পুরো মাথা জেঁকে বসেছিলো। যেটা কিনা ন্যাশের একটা মানসিক রোগ হয়ে গিয়েছে। 
পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় যেখানে এমন এক এন্টিবায়োটিক তার শরীরে পুশ করা হয় যার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ন্যাশ এবং তার স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যায়।
এভাবে মোটামুটি মাঝে আরো অনেক ঘটনাই ঘটে যেখানে কিনা ন্যাশের একজন ছেলেও হয়।
সবশেষে ন্যাশ যখন প্রবীণ বয়সে চলে যান তখন তিনি তার বন্ধু মার্টিন হ্যাসেনের সাথে যোগাযোগ করেন যিনি বর্তমানে প্রিন্সটন এ গণিত বিভাগের প্রধান। এভাবে ন্যাশ আবার পড়ানোর সুযোগ পান এবং তিনি গণিতের কৃতিত্বের জন্য তাঁর সহ-অধ্যাপক দ্বারা সম্মানিত হন। সর্বশেষে গেম থিওরির জন্য অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার লাভ করেন। যখন তারা স্টক হোম ছেড়ে যাচ্ছিলেন তখনও ন্যাশ আগের ঘটনাগুলো উপলব্ধি করেন যেখানে তার রুমমেট চার্লস এবং তার ভাগ্নী ছিলো।
ন্যাশে তার সম্পূর্ণ জীবন আবার স্বাভাবিকভাবে ফিরে পেয়েছেন শুধুমাত্র তার স্ত্রীর সেবার জন্য। আমার মনে হয়,এখানে A Beautiful Mind কথাটা তার স্ত্রীর উদ্দেশ্যে বলা হয়েছে।
(আপনাদের কি মনে হয় জানাবেন) 
ন্যাশ তার স্ত্রীর উদ্দেশ্যে স্টকহোম এর বক্তৃতায় একটা কথা বলেছেন।
যেটা হলো - "সারাজীবন ধরে খোঁজার পর আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, যুক্তি বিষয়টি আসলে কি? আমি আবিষ্কার করেছি আমার সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো, 'ভালোবাসা রহস্যময় এক সমীকরণ, পৃথিবীতে একমাত্র যেটাকে যৌক্তিক ও অর্থপূর্ণ বলা যায়। ' আমি আজ রাতে এখানে এসেছি শুধু তোমার কারণেই! "


127 Hours! (Movie Review in Bangla)

Movie: 127 Hours!

  • প্রধান চরিত্রঃ জেমস ফ্রানকো ( আরন রালস্টন)
  • কেট মারা(ক্রিস্টি)
  • অ্যাম্বার টাম্বলাইন( মেগান)
(মুভিটি একজন সত্যিকারের পর্বতারোহী আরন রালস্টন সম্পর্কে। যিনি কিনা একটা গিরিখাদের ফাঁদ থেকে নিজেকে জীবিত বের করতে সক্ষম হয়েছেন)
127 Hours movie Poster! 
Image Copyright:IMDB
২০০৩ সালে আরন রালস্টন ছিলেন একজন পর্বতারোহী এবং একজন অতিমাত্রায় খেলাধুলায় আসক্ত ব্যাক্তি। যিনি একসপ্তাহন্তে উটাহ্ এর ব্লু জন ক্যানিয়নে হাইকিং এ বেরিয়েছিলেন। তিনি কোথায় যাচ্ছেন তা কাউকে জানান নি। তারকাছে কোন মোবাইল ফোনও তখন ওই সময়ে ছিলোনা যে তিনি কারো সাথে যোগাযোগ করবেন। তার প্রিয় সাইকেল নিয়ে তিনি বেরিয়ে পরলেন এবং পথিমধ্যে তার সাথে ক্রিস্টি এবং মেগানের সাথে দেখা হয়।তারা তাদের গন্তব্য হারিয়ে ফেলেন। রালস্টন তাদের কে তাদের গন্তব্য ডোমে নিয়ে গেলেন যেখানে বলতে গেলে তিনি একজন গাইড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এরপর সেখানে কিছু সময় কাটিয়ে ক্রিস্টি এবং মেগান জানান যে তারা একটা পার্টিতে এটেন্ড করবে যেটা হচ্ছে গ্রিন নদীর তীরে। তারা রালস্টনকে যাওয়ার জন্য অফার করে কিন্তু রালস্টন সেটা রিফিউজ করে এবং সে গিরিখাতে আরোহন করার জন্য যাত্রা শুরু করে। গিরিখাতে আরোহনের সময়ই তারসাথে নিয়তির খারাপ মুহূর্ত শুরু হয়।
হাঠাৎ এক বিশাল পাথরের সাথে হাত লেগে সে পাথরটি সহ মূহুর্তেই নিচে পড়ে যায় এবং ওই একই পাথরের সাথে তার এক হাত এমনভাবে আটকে যায় যে সেটা পরে ওই গিরিখাদেই তাকে নিজের হাত নিজেকেই কনুইয়ের উপরে কেটে ফেলতে হয়। ওই হাতটি যখন আটকে যায় খিরিখাদে তখন তিনি নিজেকে কিভাবে সেখানে টিকিয়ে রেখেছেন তা নিয়েই মূলত এই '১২৭ ঘন্টা'।
ঘটনাটি শুরু হয় শনিবারে।ওই সময়ে তিনি নিজেকে টিকিয়ে রাখার জন্য তার খাবার পানিকে কাজে লাগিয়েছেন সাথে তার ত্যাগকৃত ইউরিনকেও তিনি ব্যবহার করেছেন পানীয় হিসেবে। রালস্টনের পকেটে থাকা ছোট একটা ছুরি যেটা কিনা পরবর্তীতে তিনি তার নিজের হাতকে কাটতে ব্যবহার করেন। ওই ছোট ছুরি দিয়ে তিনি অনেক চেস্টা করেছেন এটার জন্য যে, যদি কোনভাবে পাথর খুঁটিয়ে নিজের হাতটাকে আটকে পড়া থেকে বাঁচাতে পারেন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি নিজেকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তিনি কল্পনায় সবার সাথে যোগাযোগ করেছেন,মা-বাবার সাথে কথা বলেছেন,কখনো খেলার মাঠে তো কখনো সুইমিংপুলের মধ্যে নিজের অস্তিত্বকে খুঁজে নিয়েছেন।

শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে মানুষের মনের জোরই কিংবা ইচ্ছাশক্তিই হলো সবচেয়ে বড় হাতিয়ার।
Personal Rating: 7/10
©Ananda Mohan Shil

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

"If you fall in LOVE too fast"



Don't fall in love too fast because the truth is when you fall in love too fast it does not love.
 Let me explain, nothing good in our lives ever comes from falling they say love is blind because the only time we fall is when we're blinded .when you fall in love too fast, you think you know their dreams but you just know their plans. You think you know their heart, but you just know their mind.
You think you know their past, but you just know parts.
Let the right person show you that they're the right person.
Don't simply give away your trust, let any person earn it. 
I know what it's like, it feels amazing to fall for someone quickly that adrenaline rush. But why would you want to fall for someone you don't know is going to be there to catch you? We don't just find a huge tree with beautiful fruits and flowers overnight. It takes time. No matter how much you water it, it takes time. No matter how much sunlight, you give it .it takes time. No tree overnight has the most beautiful flowers and fruits and so, neither can a relationship. It takes time .because remember, you can't eat the food the same day you plant the seed .and on the flip side, don't make someone fall in love with you if you to love them. Because guess what they won't end up questioning you- they'll end up questioning love. And I'm trying to say this for your own benefit. I want you to have incredible, meaningful, purposeful relationships. But I want them to be real, favor them to be genuineBecause being in love isn't a mood, it is dedication even after your temper changes and you do not figure that one month.




বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

Personality Development

Ten things you must NEED to Develop Your Personality( Its all about my learning revision)➝
1. Proper HandShaking with the people in a program.
2. Proper EYE Contact with the people with whom you talk in Business purpose or anything else.
3. Should not chewing the chewing gum, never eat in your business, office or class program.
4. Talk properly not in upper Loud volume or Down volume that will help your opponent side to listen to your voice. Also, try to speak fluently.
5. Don't criticize your opposite side person, give them respect.
6. Wear a formal dress. It must be according to your work-related that where you work.
7. Be neat and clean. It needs no money to be neat and clean. It helps you to look good.
8. Talk properly in Your language especially in Bengali. You can follow the News channel.
9. Brush your teeth properly.
10. Be respectful to the people of all class. Give respect to all of the people.

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

If you're about to BREAK UP

Trust is an expensive gift which we never expect from cheap people. Love dies because of fear. It's normal to be scared of losing your partner. But in the process of being scared of losing your partner, you end up doing irrational things trying to keep them close.  We get so fixated so focused on this person who creates all those feelings all of those emotions of pain at the moment our love died but we miss the lessons. The lesson that is a fear, The lesson that is there are a misscommunication.
If you love died, find your answer in these. It will give you answer closely that the person may not be able to provide. More importantly, It will give you the courage to go forward with more strength.


বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

Choose your PAIN ! as Right

Have any of you tried doing exercise? like, a gym workout or jogging and have realized that physical activity is painful?
Have any of you as a school or college student?
Work hard to get a good Grade and have realized that studying hard is painful?
Have any of you wanted promotional at work put in a lot of energy and realized that laborious effort is painful?
Have any of you want to save a relationship tried to keep your ego aside to adjust and realized the bending down is extremely painful?
Pain is such an integral part of life that try as hard as we may, we just cannot escape.
But we have a choice to accept the right side of pain that initially hurt but eventually heals.
That initially is uncomfortable but eventually unleashes our true potential, that initially we want to avoid but eventually very happily accept.
Or the wrong kind of pain, where the beginning is so much pleasure but in the end, life is just a pity.
In the beginning, things are so much comfortable but at the end endlessly complex.
The pain of exercise or the pain of diseases, which one will you choose?
The pain of studying hard or the pain of being unworthy- which one will you choose?
The pain of effort at work or the pain of stagnation - which one will you choose?
The pain of adjusting with a loved one or the pain of a broken heart- which will you choose?
The right kind of pain or the wrong kind of pain- you will have to choose one.
Choose the right one and live a better happy life.

বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

Before you achieve your DREAM

If you want to be someone who travels across the world and performs you need travel one city first and perform there.
If you want to be someone who's in movies, Go and film a short movie.
Go and build the mini version of that dream, because that mini dream is going to teach you so much. 
If you do like these, you will be able to understand - What the dream looks like and not what the dream is. 

So advise you, firstly build and success your mini dream that will be able to create a number of stairs which help you to build your BIG DREAM.
Listen, It does not depend upon in what stage have you right now or what's your age.

Find the Question of - WHY

We will be able to focus anything when we realize it that " Why I need to do it, What it will pay me or what's the benefit of this work"
Like I can think- I'm here because it puts food on the table, I'm here because it pays my bills and takes care of my family, I'm here because I studied and work hard for this. 

Only then you able to increase your attraction to even the things you're totally the unfocused on, now if you found yourself distracted on focus for too long that definitely can mean you need to find more meaningful fulfilling work.✌
But no matter what you do no matter how much you chase your passion and live your purpose it will still be things you have to do on a daily basis that you don't find interesting you will feel unfocused and distracted for that ask yourself this question ----- Why am I here? Why am I doing this?
and you find your mind become attracted and become focused.🌝

রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

~Desire is FIRST~

The starting point of all achievements is Desire.
You must have a desire to do the work, you must need an aim to get success, you need to focus to your destination from the starting.
Only your focus, your desire can help to reach the destination that you want. 
Mind that→ Pleasure of the SUNRISE and Pleasure of the SUNSET never same.
If you wanna get the pleasure of sunrise please always, always focus on your desire every time.

শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

Respect Needy people

Formal education helps us to get a better job, helps to lead a better life But besides formal education it is very good needed that we must know about the minimum courtesy, manner, humanity and must have the quality that In society all of the people are same, they are also live in society, we should respect them equally.
So, we must need having these qualities to proof us a RIGHT HUMAN.


Firstly Read one book then Buy another one

A library is a much better place for thinking, in where you get pin drop silence. It's the storehouse of different books, you can dive into the ocean of books.
But you should never forget that You are in the ocean of books that not mean you are a wise person; if you don't read, study them. Having many books not means you have vast knowledge. 
So, please buy one book and read it properly before buying another one.

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

Letting down your parents?

We waste so many years studying something we don't care about because we care so much about those who care for us. But the challenge is our focus is fueled more by guilt than gratitude.
Our motivation is not a powerful future but actually, fear. Nothing, I mean nothing that is completed out of the intention of fear can lead to fulfillment. Our parents have sacrificed so much to get to where they are but why we are sacrificing Where we can go?
They've worked so hard to move us forward.
Why are we choosing to step backward?
And remember, we can't make anyone proud if we lose pride in what we're doing.
There's no chance we can make happy anyone happy if we're unhappy ourselves.
We think giving up on their dream will let them down, not realizing what giving up on our dreams does to us.
our parents would always want what's good for us but if we think we know what's better for us.
Don't let years go by and carry that inside yourself. We can't spend the rest of our life being tested on what we don't love.
And remember, if we don't choose to pursue our passion, we'll probably live in regret.