শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

Hachi: A Dog's Tale (Bangla Review)

                                                    MOVIE: Hachi: A Dog's Tale
Main Actor: Richard Gere
গল্পঃ বেড্রীজে প্রফেসর পার্কার কাজ শেষ করে বাসায় ফেরার সময় ট্রেন স্টেশন এর রাস্তায় একটি কুকুর দেখতে পান।তার নাম তিনি দিয়েছিলেন হ্যাচি। পরে তিনি হ্যাচিকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবেন এই ভেবে বাসায় নিয়ে আসেন।কিন্তু কেউ হ্যাচিকে নিজেদের বলে দাবি করলোনা তখন তারা সিদ্ধান্ত নিলেন যে হ্যাচিকে নিজেদের সাথে রাখবেন।এভাবে প্রফেসর পার্কার এবং হ্যাচি দু’জন ভালো বন্ধুভাবাপন্ন হয়ে গেল।প্রফেসর তার গন্তব্যস্থলে যাওয়ার সময় হ্যাচি নিজেই তার সাথে যেত আর ফিরে আসার সময়ও হ্যাচি আবার স্টেশনে তারজন্য অপেক্ষা করত।একদিন প্রফেসর পার্কার হঠাত করেই মারা যান তবুও হ্যাচি তারজন্য স্টেশনে অপেক্ষা করতেন,যেখানে যেখানে তাকে সবসময় নিয়ে যাওয়া হত সবগুলো জায়গা খুঁজে দেখত কিন্তু মণিব আর ফিরতো না।পার্কারের স্ত্রী দশ বছর পর সেই রেল স্টেশনে এসে এটা দেখে অবাক হয়ে যান যে ,হ্যাচি তার মনিবের জন্য আজো অপেক্ষা করছে।
Poster Credit: IMDB

দৃষ্টিকোনঃ
বিশ্বাস,ভালোবাসা এমন একটা জিনিষ যেটা অনন্ত। 

যারা বিশ্বাসের মুল্য সম্পর্কে জানতে চান তারা মুভি টি দেখে কিছু বুঝতে পারবেন।
** মূলত হ্যাচি ছিলো জাপানে জন্মগ্রহণ করা একটি কুকুর।তার প্রভু ডক্টর ইউএনো ছিলো জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।প্রফেসর এর মৃতু্যুর পর নয় বছর ধরে হ্যাচি প্রতিদিন শিবুয়া ট্রেন স্টেশনে তার প্রভুর জন্য অপেক্ষা করতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your valuable comment.