বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

সাঁতারু ও জলকন্যা- শীর্ষেন্দু মুখোপাধ্যায় (বই রিভিউ)

  শীর্ষেন্দু মুখোপাধ্যায় , তার বিশেষ লেখনি শক্তি দ্বারা আমাদের বাঙালিদের মানসপটে বিশেষ জায়গা দখল করে রয়েছেন। দূরবীণ, পার্থিব, মানবজমিন ইত্যাদি জনপ্রিয় উপন্যাসের তিনিই অন্যতম স্রষ্টা। বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী একজন লেখক।

আজকে তারই ধারাবাহিকতায় আমার হাতে রয়েছে তার “সাঁতারু ও জলকন্যা” নামের অনন্য উপন্যাসটি। তো আগেই বলে নেই, বইটি মূলত বলতে গেলে বড়দের একটি প্রেমের উপন্যাস।যেখানে দেখানো হয় একজন বালিকা কিভাবে তার কিশোরী বয়সে পরিণত হয় এবং তার মধ্যে কিভাবে প্রেম জাগ্রত হয় এসবকিছু। বইটি পড়ে পড়ে আপনি এতটাই মুগ্ধ হবেন যে তা আর বলার অপেক্ষা রাখেনা। বইয়ের সাইজ দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন যে বইটি পড়তে ঠিক আমার কতক্ষণ লাগতে পারে।আপনি যদি উপন্যাস প্রেমী হয়ে থাকেন তবে এই বইটি পড়তে আপনার সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় লাগবে। আমি তো এক বসাইতেই এটা শেষ করে তারপর উঠেছি।

তো যাইহোক এখন যদি কাহিনী সংক্ষেপ এ আসি তাহলে আমি বলবো,

বইটিতে উপন্যাসের যে বৈশিষ্ট্য আছে তার সবকিছুই আছে।এখানেও অনেকগুলো চরিত্র রয়েছে।যাদের মধ্যে হলো যিনি গল্পের নায়ক অর্থাৎ,অলক। তার দুই বোন মধুরা এবং প্রিয়াঙ্গি। যারা কিনা দুইজনেই যথেষ্ট মেধাবী এবং খুবই ভালো গুণে কিংবা প্রতিভার অধিকারিনী।রয়েছে অলকের পিতা সত্যকাম এবং মাতা মনীষা। এই গল্পে সত্যকাম এবং মনীষা দুইজনেই কালচারাল লাইনের লোক।কেউ নাটকের সাথে যুক্ত আবার কেউ নৃত্যনাট্যের সাথে যুক্ত। আরো চরিত্রের মধ্যে

শনিবার, ২ জানুয়ারী, ২০২১

Life's Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life (বাংলা রিভিউ)

 

Life's Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life

অর্থাৎ ,  জীবনের বিস্ময়কর রহস্য: জীবনের উদ্দেশ্য এবং ভারসাম্য কিভাবে খুঁজে পাওয়া যাবে তা নিয়েই এই বইয়ের আয়োজন।

নিশ্চয়ই এই বইয়ের নাম শুনেই আমরা বুঝে গেছি যে কি নিয়ে এই বইটি লেখা,তাই না?

প্রথমে আমি লেখকের কথা বলতে চাই। গৌড় গোপাল দাস, যিনি জন্মগ্রহণ করেন ভারতের মহারাষ্ট্রে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। হিউলেট প্যাকার্ডের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে, তিনি তার জীবনকে লাইফকোচ হিসাবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলস্বরূপ 1996 সালে তিনি ইসকনে যোগ দিয়েছিলেন। আধ্যাত্মিকতা এবং অনুপ্রেরণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে 2016 রোটারি ইন্টারন্যাশনালের সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল।এছাড়াও তিনি অনেক পুরুষ্কার অর্জন করেছেন।

সহজে বলতে গেলে তিনি একজন সন্ন্যাসী এবং লাইফ কোচ,যিনি আধ্যাত্নিক বিষয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবলিশ করেন যা কিনি প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে।

তার লেখা এই বইটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। যেখানে তিনি তার ভিডিও কিংবা স্পীসের মতোই চারটি নীতি নিয়ে আলোচনা করেছেন যা সুখী জীবনের ভিত্তি তৈরি করে। এগুলো হলো: ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কর্মজীবন এবং সামাজিক অবদান। এই চারটি বিষয়কে কিভাবে আমরা আমাদের জীবনে ব্যালেন্স করে মূল্যবোধ এবং সুখ খুঁজে পেতে পারি মূলত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমাদের লাইফ হলো একটা জার্ণি, সেই যাত্রা কিংবা ভ্রমণের পথ যতই খারাপ হউক না কেনো অবশ্যই সেই পথ আমাদের পাড়ি দিতে হবে এবং তা খুব বিচক্ষণতার সহিত। রিলেশনশীপ নিয়ে লেখক একটি কথা বলেছেন যে, Anyone can find the dirt in someone. Be the one that finds the gold. অর্থাৎ, কোন মানুষ একজন মানুষের মধ্যে ময়লা খুঁজে পেতে পারে, আপনি সেই মানুষটি হউন যে কিনা সেখানে স্বর্ণ কিংবা মূল্যবান কিছু খুঁজে বের করবেন। তিনি আরো বলেছেন, কোন মানুষের