Life's Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life
অর্থাৎ , জীবনের বিস্ময়কর রহস্য: জীবনের উদ্দেশ্য এবং ভারসাম্য কিভাবে খুঁজে পাওয়া যাবে তা নিয়েই এই বইয়ের আয়োজন।
নিশ্চয়ই এই বইয়ের নাম শুনেই আমরা বুঝে গেছি যে কি নিয়ে এই বইটি লেখা,তাই না?
প্রথমে আমি লেখকের কথা বলতে চাই। গৌড় গোপাল দাস, যিনি জন্মগ্রহণ করেন ভারতের মহারাষ্ট্রে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন। হিউলেট প্যাকার্ডের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে, তিনি তার জীবনকে লাইফকোচ হিসাবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলস্বরূপ 1996 সালে তিনি ইসকনে যোগ দিয়েছিলেন। আধ্যাত্মিকতা এবং অনুপ্রেরণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে 2016 রোটারি ইন্টারন্যাশনালের সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল।এছাড়াও তিনি অনেক পুরুষ্কার অর্জন করেছেন।
সহজে বলতে গেলে তিনি একজন সন্ন্যাসী এবং লাইফ কোচ,যিনি আধ্যাত্নিক বিষয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাবলিশ করেন যা কিনি প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে।
তার লেখা এই বইটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। যেখানে তিনি তার ভিডিও কিংবা স্পীসের মতোই চারটি নীতি নিয়ে আলোচনা করেছেন যা সুখী জীবনের ভিত্তি তৈরি করে। এগুলো হলো: ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কর্মজীবন এবং সামাজিক অবদান। এই চারটি বিষয়কে কিভাবে আমরা আমাদের জীবনে ব্যালেন্স করে মূল্যবোধ এবং সুখ খুঁজে পেতে পারি মূলত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আমাদের লাইফ হলো একটা জার্ণি, সেই যাত্রা কিংবা ভ্রমণের পথ যতই খারাপ হউক না কেনো অবশ্যই সেই পথ আমাদের পাড়ি দিতে হবে এবং তা খুব বিচক্ষণতার সহিত। রিলেশনশীপ নিয়ে লেখক একটি কথা বলেছেন যে, Anyone can find the dirt in someone. Be the one that finds the gold. অর্থাৎ, কোন মানুষ একজন মানুষের মধ্যে ময়লা খুঁজে পেতে পারে, আপনি সেই মানুষটি হউন যে কিনা সেখানে স্বর্ণ কিংবা মূল্যবান কিছু খুঁজে বের করবেন। তিনি আরো বলেছেন, কোন মানুষের
যখন সবকিছুই ভালো থাকে তখন আমরা তাকে সাদরে গ্রহণ করি।কিন্তু যখন একই ব্যাক্তি কোন সমস্যায় পরে এবং তখন যদি আমরা তার পাশে থাকতে পারি তখন সেটাকে আসল সম্পর্ক বলা যায়। ভালোবাসা হচ্ছে সেটা যখন আপনাদের সামনে ব্রেকআপ করার হাজারটা কারণ থাকে,হাজারটা অসুবিধা থাকে কিন্তু আপনারা সেটা করতে পারেন না।“To accept someone when everything is going right is
easy. But when things are falling apart around you and you stick together,
that’s the test of a relationship. Love is when we have every reason to break
up but we do not.”
― Life’s Amazing Secrets: How to Find Balance and
Purpose in Your Life
কর্ম জীবন সম্পর্কে তিনি বলেছেন,আমাদের কর্ম জীবন এবং আধ্যাত্নিক চিন্তাভাবনার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে ।এই দুইটি জিনিসই একসাথে কাজ করে।আধ্যাত্নিক চিন্তাচেতনার মাধ্যমে যদি আমরা আমাদের কর্ম জীবন পার করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সঠিক আলো খুঁজে পেতে পারবো।এই স্পিরিচুয়ালিটি কর্ম জীবনকে নতুনভাবে উপভোগ করার শক্তি যোগায়।
এই কর্মজীবনের সমস্ত সাফল্যের পরেও আমাদের এমন কিছু সমাজের জন্যও করা উচিত যাতে আপনার দেওয়া ছোট্ট ভালোবাসার উপহারটি পেয়ে অন্য কারো জীবনে একবেলার জন্য হলেও খুশি নেমে আসে।
তিনি বইটিতে আরো আলোচনা করেছেন ঘৃণা,সম্পদ,জীবনের ব্লেসিংস নিয়ে যেগুলো কিনা আমাদের জীবনের উদ্দেশ্য সাধন কিংবা ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট মোটিভেটেড করবে।
সর্বশেষ একটি আলোচনা, বইটিতে ইকিগাই নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে ইকিগাই কি, এটা একটা জাপানিজ শব্দ।একবার ভাবুন তো, যে কাজটা আপনি করতে সবচেয়ে বেশী ভালবাসেন, সেটা করলেই দীর্ঘ দিন বাঁচা যেত তাহলে কেমন হত? সেসব কাজের মধ্যে থাকতে পারে খাদ্যাভ্যাস, হাঁটাচলা/ব্যায়াম এবং অনেক বন্ধু-বান্ধব এবং সম্প্রদায়।দীর্ঘজীবী জাপানিরা এই তালিকার সাথে যোগ করেন ইকিগাই, যার সমার্থক শব্দগুলি হচ্ছে উদ্দেশ্য, আবেগ, অর্থ, মিশন, পেশা এবং প্রেরণা। আপনি যদি এই শব্দগুলি একসাথে মিশিয়ে ছেঁকে নেন তাহলে যা পাবেন সেটাই ইকিগাই।
এখন আপনি কিভাবে আপনার ইকিগাই খুঁজে বের করবেন এটা আপনার মনে আসতে পারে।আপনি কি কাজ করতে বেশি ভালোবাসেন? আপনি কোন কাজে পারদর্শি? পৃথিবীর কি প্রয়োজন? আপনি যখন এই প্রশ্নগুলির সঠিক উত্তর পাবেন তখন জানবেন সেটাই আপনার ইকিগাই।
আপনাকে আপনার ইকিগাই খুঁজতে হবে ছোট ছোট জিনিষের মাঝে। আপনাকে অবশ্যই ছোট কাজ থেকেই শুরু করতে হবে।সবচেয়ে দরকারি হচ্ছে, আপনি ইকিগাই না পাওয়ার জন্য আপনার পারিপার্শ্বিক অবস্থাকে দোষারোপ করতে পারবেন না। মনে রাখবেন, আপনার নিজস্ব পথেই আপনার ইকিগাই আপনাকে খুঁজতে হবে।সোজা বাংলায় বললে , জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে বের করা হচ্ছে ইকিগাই।
তো যাইহোক, এখন এই বইয়ের কিছু সুন্দর লেখা আপনাদের বলতে চাইঃ
1. Happiness resides not in possessions, and not in gold ,Happiness dwells in the soul.
সুখ কখনো মূল্যবান ধাতুতে থাকেনা, সুখ আপনার অন্তরে বাস করে।
“Watch your thoughts, they turn into words. Watch your
words, they turn into actions. Watch your actions, they turn into habits. Watch
your habits, they turn into character. Watch your character, it turns into your
destiny.’ It all begins with a thought.”
― Gaur Gopal
Das, Life’s
Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life
“As I have said, the first thing is to be honest with yourself. You can never have an impact on society if you have not changed yourself . . . Great peacemakers are all people of integrity, of honesty, but humility.’ —Nelson Mandela”
― Life’s Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life
“If someone chooses what they love to do, there is no stress
in their life. As they say, ‘If you do what you love, you will never have to
work a day in your life.”
― Gaur Gopal
Das, Life’s
Amazing Secrets: How to Find Balance and Purpose in Your Life
সবশেষে বলতে চাই, এই বইটি পড়ার আগ্রহ এবং পড়ার পর আপনার মন-মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। আপনি যদি জীবন নিয়ে আধ্যাত্নিক চিন্তাভাবনার কোন বই পড়তে চান তবে আমি আপনাকে চোখ বন্ধ করে এই বইটি সাজেস্ট করবো।এই বইটি অনেকটাই ছোট একটা বই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your valuable comment.