হুমায়ুন আজাদের কিছু বই, আপনাকে হয়ত তার প্রতি ঘৃনা, বিরক্তি জাগাতে বাধ্য করতে পারে কিন্তু হুমায়ুন আজাদকে যদি বাস্তবেই চিনতে চান, তাকে কেন্দ্র করে আপনার ধ্যান-ধারণার যদি পরিবর্তন ঘটাতেই চান, তবে 'নারী' গ্রন্থটি এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে৷ হ্যা ধর্মকে কেন্দ্র করে তার কিছু কথাবার্তা
আপনার ধার্মিক মস্তিষ্কে আঘাত হানতে পারে, আপনার 'ধর্মানুভূতি' ধাউ ধাউ করে জ্বলে উঠতে পারে কিন্তু কোথাও আপনি অক্ষমতা অনুভব করবেন, আপনার মস্তিষ্কের কোনো এক অংশ আপনাকে জানাবে, আপনি অসহায়, ক্ষোভ ব্যতীত কোনো যৌক্তিক অস্ত্র আপনার কাছে নেই। জানতে পারবেন, এই ক্ষোভের উৎস, বুঝতে পারবেন যে, আপনি একজন পুরুষতান্ত্রিক! আপনার 'ধর্ম' সেই