বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Think Like A Monk By Jay Shetty- বাংলা রিভিউ

ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ৩৫নাম্বার শ্লোক ,যার বাংলা অর্থ হলো---

স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয়, তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক।

আমি গীতার ব্যখ্যায় যাচ্ছিনা, তবে আমি আমাদের জীবনের সাথে কথা রেখে একটা বলতে চাই, "নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো"

কোন বই হাতে নিলে আমাদের প্রথমত মনে প্রশ্ন আসে,এই বইটি আসলে কাদের জন্য?

তো এই বইয়ের বিষয়ে বললে আমি বলবো, বইটি এমন একটি ভাষায় রচিত যা প্রাথমিক স্তরের পাঠক সহজেই বুঝতে পারবেন। তবে বইটিতে অনেক বিশদ এবং গভীরভাবে  সকল টপিক রয়েছে যা কিনা নতুন পাঠকদের পড়ার ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ হবে, যেমন টা আমি নিজে ফেস করেছি আর কি।

তো এখন আমি লেখক জয় শেঠি সম্পর্কে কিছু বলতে চাই, উনি মূলত ব্রিটিশ বা লন্ডন বা যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি একজন লেখক,ব্লগার, মোটিভেশনাল স্পীকার।যিনি ইউটিউবে প্রতি সপ্তাহেই আত্নোউন্নয়নমূলক ভিডিও আপলোড করেন। তার ইউটিউবের বেশিরভাগ ভিডিওই হচ্ছে কিভাবে মানসিক স্বাস্থ্য, সম্পর্ক , জীবনের উদ্দ্যেশ্য এসব নিয়ে। ও হ্যাঁ তিনি একজন সন্ন্যাসীও তিনি ৩বছর সন্ন্যাসী হিসেবেও জীবন কাটান। 

যাইহোক,এবার মেইন টপিকে আসি। আমার এই বইটির নাম হচ্ছে Think Like a Monk: Train Your Mind for Peace and Purpose Every Day অর্থাৎ, একজন সন্ন্যাসীর মতো চিন্তা করুন: আপনার মনকে শান্তির জন্য এবং ভালো উদ্দেশ্যে প্রতিদিন প্রশিক্ষণ দিন।

এটি এমন একটি বই যা আপনার মনকে বর্তমানের চেয়েও আরো শান্তিপূর্ণ,ইতিবাচক এবং উদ্দ্যেশ্যমূলক জীবনযাপন করতে সাহায্য করবে। মানে আবার কেউ এটা ভাববেন না যে, এই কথাগুলোর মাধ্যমে আমি এটা বুঝাচ্ছি যে এই বইটা পড়লে আপনি রাতারাতি কোন মিরাকেলের মুখোমুখি হবেন।

বইটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেগুলো হচ্ছে- Let go, Grow and Give.